শিরোনাম
কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য পদ নির্বাচন সম্পন্ন
প্রকাশ : ২৪ মে ২০১৭, ০১:৩৭
কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য পদ নির্বাচন সম্পন্ন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রাম জেলা পরিষদ ১৪ নম্বর ওয়ার্ড সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাইদুল ইসলাম মিনু বিজয়ী হয়েছেন।


প্রিজাইডিং কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, জাইদুল ইসলাম মিনু ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে ৪৭ ভোট পান। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদের ঘুড়ি প্রতীক নিয়ে পান মাত্র ১৮ ভোট। মোট ৬৭ ভোটের মধ্যে অনুপস্থিত ছিলেন একজন এবং একটি ভোট বাতিল করা হয়।


নির্বাচন প্রসঙ্গে নির্বাচনী কেন্দ্রে দায়ীত্বে থাকা রির্টানিং কর্মকর্তা আবু সালেহ মো. ফৈরদৌস খান বলেন, জেলা পরিষদ নির্বাচনে রৌমারী উপজেলার ৫টি ইউনিয়নের ৬৮ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের স্বাধীনভাবে ভোট প্রয়োগ করেছে। কোনো রকম অপ্রিতিকর ঘটনা ঘটেনি।


উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার অন্যান্য ওয়ার্ডের ভোটগ্রহণ শেষ হলেও রৌমারী উপজেলার ১৪নং ওয়ার্ডের পুরুষ সদস্য পদে ভোট কেন্দ্রটি প্রাথীদের অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে স্থগিত হয়ে যায়।


বিবার্তা/সৌরভ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com