শিরোনাম
কুড়িগ্রামে ২য় দিনের পরিবহন ধর্মঘট অব্যাহত
প্রকাশ : ২২ মে ২০১৭, ১৬:২০
কুড়িগ্রামে ২য় দিনের পরিবহন ধর্মঘট অব্যাহত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৭ দফা দাবিতে রংপুর বিভাগের ৮ জেলায় ট্রাক, ট্যাংক-লরি ও কাভার্ডভ্যান পরিবহন ধর্মঘটের অংশ হিসেবে কুড়িগ্রামে ২য় দিনেও পরিবহন ধর্মঘট চলছে।


রবিবার সকাল ৬ টা থেকে শুরু হওয়া এ পরিবহন ধর্মঘট মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতারা।


পরিবহন ধর্মঘটের ফলে বন্ধ রয়েছে সোনাহাট স্থল বন্দরের পন্য আনা নেয়া। এ অবস্থায় মালামাল পরিবহন করতে না পারায় বিপাকে পড়েছেন স্থল বন্দরের আমদানী-রপ্তানী কারকসহ জেলার ব্যবসায়ীরা।


সড়ক পরিবহন আইন ২০১৭ সংশোধনসহ ৭ দফা দাবি আদায়ে ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট পালন করছে।


ড্রাইভিং লাইসেন্স চেকিং এর নামে সড়ক মহাসড়কে হয়রানি বন্ধ, গাড়ির বাম্পার সাইড এঙ্গেল ও হুক খোলার সরকারি আদেশ প্রত্যাহার, সড়ক মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ৭ দফা অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালিত হচ্ছে।


বিবার্তা/সৌরভ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com