শিরোনাম
পচা ধানগাছ ছিটিয়ে বুড়ি তিস্তা দখলের প্রতিবাদ
প্রকাশ : ২১ মে ২০১৭, ১৭:০৬
পচা ধানগাছ ছিটিয়ে বুড়ি তিস্তা দখলের প্রতিবাদ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা নদী দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও পচা ধানগাছ ছিটিয়ে প্রতিবাদ করেছেন এলাকাবাসী।


রবিবার দুপুরে উলিপুর উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে বাজারের গবার মোড়ে মানববন্ধন করে। পরে পচা ধানগাছ রাস্তায় ছিটিয়ে প্রতিবাদ করে স্থানীয় কৃষকরা।


উল্লেখ্য, উলিপুর উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া এক সময়ের স্রোতস্বিনি তিস্তা নদী দখদলদাররা বাধ দিয়ে নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয় হয়েছে। এরফলে দিনে দিনে এটি ভরাট হয়ে ডোবায় পরিণত হয়েছে।


প্রসঙ্গত, বুড়ি তিস্তা বাঁচাতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে উলিপুর প্রেস ক্লাব ও রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটি।


বিবার্তা/সৌরভ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com