পঞ্চগড়ে মানবাধিকার সংগঠনের আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ২২:৪৪
পঞ্চগড়ে মানবাধিকার সংগঠনের আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন ও ভুক্তভোগীদের সাথে কথা বলেছেন দেশের মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দের একটি দল।


শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে জেলা শহরের অদূরে আহমদনগড় এলাকায় আহদিয়া সম্প্রদায়ের মসজিদ, জলসা ঘর অনুষ্ঠানের সরঞ্জাম কক্ষ ও ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তারা।


এসময় মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)’র অনারারি পরিচালক এ্যাড. সারা হোসাইন, প্রোগ্রাম স্পেশালিস্ট মাহপারা আলম, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, নারীপক্ষ এর সদস্য কামরুন্নাহার, বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দিপায়ন খিসা, আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমাম সালাউদ্দীন, জামেয়া আহমদিয়া বাংলাদেশের অধ্যক্ষ মোবাশশের উর রহমান সহ আহমদিয়া সম্প্রদায়ের নেতা ও মানুষজন উপস্তি ছিলেন। পরিদর্শণ শেষে গণমাধ্যেম কর্মীদের সাথে মতবিনিময় করেন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।


এসময় মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)’র অনারারি পরিচালক এ্যাড. সারা হোসাইন গণমাধ্যেম কর্মীদের বলেন, আমরা ৫ তারিখের আগে ও পরে আহমদিয়া সম্প্রদায়ের আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেছি। এই সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ হয়েছেন তাদের তালিকাও করছি। তাদের জন্য সুরক্ষা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা পাশাপাশি পুনর্বাসনের জন্য আমরা সরকারের কাছে জানাবো। আমরা বৈষম্যর বিরুদ্ধে কথা বলছি। তাহলে কেন বারবার একটি সম্প্রদায়ের উপর হামলা করা হচ্ছে! আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশের মানুষ। তাদের কেন বারবার এমনটা ঘটছে। এ নিয়ে সামাজিক সচেতনতা তৈরী করতে হবে।


উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে আহমদিয়া সম্প্রদায়ের শতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।


এসময় আহমদিয়া সম্প্রদায়ের লোকজনকে মারধর করে তারা। পরে আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর আগে ২০২৩ সালের ২ ও ৩ মার্চ আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা। এঘটনায় উভয় পক্ষের একজন করে মারা যায়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com