শিরোনাম
জয়পুরহাটে ধান সংগ্রহ শুরু
প্রকাশ : ২২ মে ২০১৯, ১৪:৪৪
জয়পুরহাটে ধান সংগ্রহ শুরু
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হয়েছে।


বুধবার দুপুরে জেলা শহরের সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন।


এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুনিরুল ইসলাম প্রমুখ।


জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় বোরো ধানের উৎপাদন হবে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিকটন। আর এখন পর্যন্ত জেলায় ধান কাটা মাড়াই হয়েছে অর্ধেকেরও কম। বর্তমানে খোলা বাজারে ধানের বাজার মূল্য চলছে মন প্রতি মোটা ধান ৪৫০ থেকে ৫০০ টাকায় ও চিকন ধানের দাম ৬০০ টাকা পর্যন্ত।


এ অবস্থায় সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি কেজি দরে মোট ২ হাজার ১৪ মেট্রিক টন ধান কেনা হবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। এতে অবশিষ্ট ধানের খোলা বাজার মূল্য সহনশীল থাকবে বলে আশা করছে জেলা খাদ্য বিভাগ।


বিবার্তা/সোহেল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com