শিরোনাম
বিশ্ববিদ্যালয় ছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১৮ মে ২০১৯, ১৪:৪৭
বিশ্ববিদ্যালয় ছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত জয়পুরহাটের নওশিন আক্তার সাবা হত্যা মামলায় আইনি সহায়তার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নারী মুক্তি সংসদ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।


শনিবার দুপুরে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নওশিনের বাড়ি জেলার কালাই উপজেলার পুনট গ্রামে।


মানববন্ধনে নারী মুক্তি সংসদের সর্বস্তরের সদস্য, নওশিনের স্বজন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, নওশিন তার স্বামী সফট্ওয়্যার ইঞ্জিনিয়ার সেলিম আহম্মেদের সঙ্গে ঢাকার মধ্যবাড্ডায় বসবাস করতেন। সেখানে ১২ মে স্বামীর নির্যাতনে নওশিন মারা যান।


বক্তারা বলেন, নওশিন আত্মহত্যা করেছে এই কথা প্রচারসহ তার মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) রেখে পালিয়ে যায় তার স্বামী। হত্যাকাণ্ডের পর এখনো নওশিনের স্বামীকে গ্রেফতার করা হয়নি। অবিলম্বে তাকে গ্রেফতার করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।


বিবার্তা/সোহেল/মেহেদী/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com