শিরোনাম
নন্দীগ্রামে স্বামীর নির্যাতনে চোখ হারাতে বসেছেন এক গৃহবধূ
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৯, ১৭:৩৮
নন্দীগ্রামে স্বামীর নির্যাতনে চোখ হারাতে বসেছেন এক গৃহবধূ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে যৌতুকের দাবিতে পিংকি রানী (২০) নামে এক গৃহবধূকে মারপিট করেছে তার স্বামী রমেন কুমার (২৮) বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পিংকির দুটি চোখ নষ্ট হতে বসেছে।


শুক্রবার দুপুরে রমেন কুমার (২৮) ও রমেনের মাকে আটক করেছে পুলিশ। পিংকি রানী উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম গ্রাম হিন্দু পাড়ার রবিন চন্দ্রর মেয়ে।


পিংকির কাকা বাবলু জানান, ২০১৮ সালে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম গ্রাম হিন্দু পাড়ার মৃত নরেশ চন্দ্রের ছেলে রমেন কুমারের সাথে পিংকির বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক বাবদ ২ লাখ ২০ হাজার টাকা দেয়া হয়। এরপর থেকে আরো টাকা চায় রমেন। আর একারণেই স্ত্রী পিংকির উপর কারণে অকারণে নির্যাতন চালায় তিনি। এরই এক পর্যায়ে গত বুধবার রাতে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলে পিংকিকে। কিন্তু সে অস্বীকৃতি জানালে তাকে বেদম মারপিট করা হয়। এতে তার দুই চোখে মারাত্মক আঘাত লাগে। যার কারণে তার চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।


তিনি আরো জানান, শুক্রবার সকালে ঘটনাটি জানার পর আমরা প্রতিবেশীদের জানায়। তারা বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পিংকির স্বামী রমেন ও তার শাশুড়িকে থানায় নিয়ে যায়।


নন্দীগ্রাম থানা ওসি নাসির উদ্দিন জানান, গৃহবধূ পিংকিকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বামী ও শাশুড়ি পুলিশ হেফাজতের রয়েছে।


বিবার্তা/মুনির/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com