শিরোনাম
‘বাড়িতে নারী মূল্যায়িত হলে সামাজিকভাবে মূল্যায়ন হবে’
প্রকাশ : ০৮ মার্চ ২০১৯, ১৭:৩১
‘বাড়িতে নারী মূল্যায়িত হলে সামাজিকভাবে মূল্যায়ন হবে’
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সংসারের কর্তা যদি নিজেদের মেয়ে, ছেলের বউ এবং নিজের স্ত্রীকে সামাজিকভাবে মূল্যায়ন করে এবং প্রতিটি বাড়িতে যখন এই মূল্যায়ন শুরু হবে, তখনই নারীদের সামাজিকভাবে মূল্যায়ন হবে।


শুক্রবার দুপুরে নওগাঁয় প্রাইমারি টিচার ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) মাঠে আন্তর্জাতিক নারী উন্নয়ন মেলার উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো; নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান প্রমুখ।


সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে, নারীদের ক্ষমতায়ন করা, নারীদের সম মর্যাদা দেয়ার এবং বিশ্বে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সমাদৃত হয়েছে, পুরস্কৃত হয়েছেন নারীর ক্ষমতায়নের জন্য। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক এগিয়ে আছে।


খাদ্যমন্ত্রী বলেন, যখন প্রতিটি বাড়িতে নারীদের মূল্যায়ন শুরু হবে, তখনই নারীদের সামাজিকভাবে মূল্যায়ন হবে। আসুন, সাহস করে আমাদের এগুতে হবে। স্বাধীনতার মাধ্যমে নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে।


তিনি বলেন, সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে, যদি সেভাবে এগিয়ে যায়, আমরা করো করুণাভাজন হয়ে থাকবো না। নারীরা নিঘৃত হবে না। আজকে আন্তর্জাতিক নারী দিবস থেকে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।


পরে তিনি মেলার অর্ধশত-স্টল পরিদর্শন করেন।


বিবার্তা/বেলাল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com