শিরোনাম
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৯, ১৮:৩১
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র আসম জুলহাস জীম মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের ওভারব্রিজ এলাকায় কার্ভাডভ্যানের ধাক্কায় প্রাণ হারান তিনি।


দুর্ঘটনায় তার বড় ভাই একেএম জাকারিয়া গুরুতর আহত হন। তাকে সিরাজগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নিহত জুলহাস বগুড়া জেলার বিন্দাবন পাড়ার তারাজুল ইসলামের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।


বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, ঢাকা থেকে মোটরসাইকেল যোগে বগুড়ায় যাচ্ছিলেন জুলহাস ও তার বড় ভাই জাকারিয়া। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ওভারব্রীজ এলাকায় পৌঁছালে স্থানীয় বিড়ি কোম্পানির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করার পর জুলহাসের মৃত্যু হয়। পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক-হেলপার পালিয়ে যায়।


এ দুর্ঘটনায় মামলা দায়ের হয়েছে।


বিবার্তা/আদনান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com