শিরোনাম
শিক্ষার্থীদের অপরাধে জড়ানো যাবে না: আরএমপি কমিশনার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪২
শিক্ষার্থীদের অপরাধে জড়ানো যাবে না: আরএমপি কমিশনার
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার একেএম হাফিজ আক্তার বলেছেন, শিক্ষার্থীদের কোনো ধরণের আপরাধের সাথে জড়ানো যাবে না। একজন মানুষ যদি কোনো মামলায় পড়ে যায়, তবে সে কোনো সরকারি চাকরি পায় না, বিদেশেও যেতে পারে না। এসবের জন্য পুলিশের ক্লিয়ারেন্স লাগে। তাই আপরাধী হওয়া যাবে না।


মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে আরএমপি'র ‘ট্রাফিক আইন, সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবোধ’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


সভায় বিশেষ অতিথি ছিলেন আরএমপি'র উপ-কমিশনার আমির জাফর। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান। সভায় ট্রাফিক সচেতনতা, সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবোধ বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আইন মেনে চলার ব্যপারে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়।


এর আগে রাজশাহী কলেজ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়।


বিবার্তা/তারেক/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com