শিরোনাম
লাংলু বিদ্যালয়ে স্মার্টকার্ড বিতরণের কেন্দ্র করার দাবি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২২:১১
লাংলু বিদ্যালয়ে স্মার্টকার্ড বিতরণের কেন্দ্র করার দাবি
গাবতলী (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণের জন্য বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের লাংলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার লাংলুহাটে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।


মানববন্ধনে অংশ নেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়ার রহমান মতি, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সেকেন্দার আলী, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রায়হান কবির সাধন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাহার আলী টুকু, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিদুল ইসলামসহ এলাকার সর্বস্তরের মানুষ।


মানববন্ধনে বক্তারা বলেন, স্মার্টকার্ড বিতরণের জন্য দক্ষিণপাড়া ইউনিয়নের লাংলু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র হলে প্রায় ১১ হাজার ভোটারের জন্য তা সংগ্রহ করা সহজ হবে। যানবাহন খরচ ও স্বল্প সময় লাগবে। ইউনিয়নের মধ্যেস্থল হবে এবং কোনো প্রকার ভোগান্তি ছাড়াই তাঁরা পরিচয় পত্র সংগ্রহ করতে পারবেন।


বিবার্তা/আল আমিন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com