শিরোনাম
রাজশাহীতে ওষুধ কারখানায় আগুন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৭
রাজশাহীতে ওষুধ কারখানায় আগুন
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে ওষুধের একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


মঙ্গলবার দুপুরের দিকে নগরীর টিকাপাড়া এলাকায় কেমিকো ফার্মাসিউটিক্যাল কারখানায় আগুন লাগে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপ-পরিচালক নূরুল ইসলাম জানান, কারখানার নিচতলায় বিদ্যুতের সাবস্টেশন কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুদিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছিল।


নূরুল ইসলাম আরো জানান, সাবস্টেশন কক্ষে বিদ্যুতের ট্রান্সফরমার ও জেনারেটরসহ নানা বৈদ্যতিক সরঞ্জাম ছিল। প্রায় ২০ লাখ টাকার সরঞ্জাম পুড়ে নষ্ট হয়ে গেছে। আমরা আরও ৫০ লাখ টাকার সরঞ্জমাদি উদ্ধার করেছি। দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা না গেলে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়তে পারতো।



কারখানাটির ব্যবস্থাপক আবদুল হাই জানান, কারখানায় কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরই আগুন লাগে। তবে সাবস্টেশন কক্ষে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তারপরও আগুনের ধোঁয়া দেখে কারখানার অন্য সব জায়গা থেকেও শ্রমিকদের নিরাপদে বের করে দেয়া হয়।


বিবার্তা/তারেক/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com