শিরোনাম
রাজশাহীতে ইভিএমের দুই কেন্দ্রে এগিয়ে নৌকা
প্রকাশ : ৩০ জুলাই ২০১৮, ১৯:৪২
রাজশাহীতে ইভিএমের দুই কেন্দ্রে এগিয়ে নৌকা
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহী সিটি করপোরেশনের দুটি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেন্দ্রের ফল ঘোষণা করেছে রির্টানিং অফিস। এ দুটি কেন্দ্রে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটন। তিনি পেয়েছেন মোট ১৪২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৪৮৯ ভোট।


এছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী শফিকুল ইসলাম ২৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। চতুর্থ অবস্থানে থাকা গণসংহতি আন্দোলনের প্রার্থী মুরাদ মোর্শেদ হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ ভোট। আর বাংলাদেশ জাতীয় পার্টির হাবীবুর রহমান কাঁঠাল মার্কায় পেয়েছেন ৯ ভোট।


সোমবার রাজশাহী সিটি নির্বাচনের ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম এ ফল ঘোষণা করেন।


ঘোষিত ফল অনুযায়ী নারী কেন্দ্রে খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে পেয়েছেন ৭৩৩ ভোট। তার নিকটতম প্রার্থী বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২২২ ভোট। এছাড়াও গণ সংহতি আন্দোলনের প্রার্থী মুরাদ মোর্শেদ হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৬ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী শফিকুল ইসলাম পেয়েছেন ১১ ভোট। আর বাংলাদেশ জাতীয় পার্টির হাবীবুর রহমান কাঁঠাল মার্কায় পেয়েছেন ৩ ভোট।


ঘোষিত ফল অনুযায়ী পুরুষ কেন্দ্রে খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে পেয়েছেন ৬৯১ ভোট। তার নিকটতম প্রার্থী বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৬৭ ভোট। এছাড়াও গণ সংহতি আন্দোলনের প্রার্থী মুরাদ মোর্শেদ হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ১১ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী শফিকুল ইসলাম পেয়েছেন ১৬ ভোট। আর বাংলাদেশ জাতীয় পার্টির হাবীবুর রহমান কাঁঠাল মার্কায় পেয়েছেন ৬ ভোট।


রাজশাহী সিটির ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। মোট ভোটারের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৫৩ জন নারী এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন। মেয়র পদে পাঁচ প্রার্থীর মধ্যে চারজন দলীয় প্রতীকে এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন।


বিবার্তা/তারেক/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com