শিরোনাম
রাজশাহীর তানোরে ফলদ বৃক্ষ মেলা
প্রকাশ : ১৭ জুলাই ২০১৮, ১৬:০৪
রাজশাহীর তানোরে ফলদ বৃক্ষ মেলা
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা’ এই স্লোগানে রাজশাহীর তানোরে চলছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা। মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী।


স্থানীয় কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার মেলা শেষ হবে।


উপজেলা নির্বাহী অফিসার মুহা শওকাত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. আব্দুল মতিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম, তনোর এ. কে. সরকার ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান প্রমুখ।



আলোচনা শেষে বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক-কৃষাণী ও র‌্যালিতে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেয়া হয়। পরে উপজেলা প্রশসানের আয়োজনে ‘মানুষ হওয়ার গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন করেন ওমর ফারুক চৌধুরী এমপি। উপজেলা যুবলীগের বর্ধিত সভায়ও অংশ নেন তিনি।


বিবার্তা/অসীম/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com