শিরোনাম
রাজশাহীতে টিকিট কালোবাজারির দায়ে ২ নারীর কারাদণ্ড
প্রকাশ : ১৪ জুন ২০১৮, ০০:০২
রাজশাহীতে টিকিট কালোবাজারির দায়ে ২ নারীর কারাদণ্ড
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহী রেলওয়ে স্টেশনে পঞ্চম দিনের মতো অগ্রীম ফিরতি টিকেট বিক্রি করা হয়েছে। টিকিট নিয়ে কালোবাজারি স্টেশনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার টিকিট কালোবাজারির অভিযোগে ২ নারীকে আটক করে কারাদণ্ডও দিয়েছে ভ্রাম্যমান আদালত।


সকালে তাদের হাতেনাতে আটক করে র‍্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাস করে করাদণ্ড দেয়া হয়।


তারা হলেন- রাজশাহীর মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা এলাকার জামালপুর মহল্লা ইসলামের স্ত্রী সুমনা আক্তার (৩৫) ও মতিহার থানার তালাইমারী শহীদ মিনার এলাকার কাইয়ুম আলীর স্ত্রী সুমি খাতুন (৩২)।


বুধবার ২২ জুনের রাজশাহী থেকে ঢাকা যাওয়ার সিল্কসিটি, পদ্মা, ধূমকেতু ও ঈদ স্পেশাল ট্রেনের টিকেটে বিক্রি করা হয়। মধ্যরাত থেকে দীর্ঘ লাইনে অপেক্ষার পরও হতাশ হতে হয় অনেক টিকেট প্রত্যাশীকে।


উল্লেখ্য, ঈদের ট্রেনের টিকিট নিয়ে রাজশাহী রেল স্টেশনের কালোবাজরির অভিযোগে গত তিন দিনে ১৬ জনকে জেল-জরিমানা করেছে ভ্রামম্যাণ আদালত।


বিবার্তা/তারেক/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com