শিরোনাম
নন্দীগ্রামে বিএনপির একাংশের ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা
প্রকাশ : ১২ জুন ২০১৮, ১৬:২২
নন্দীগ্রামে বিএনপির একাংশের ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পূর্বানুমতি না থাকায় বগুড়ার নন্দীগ্রামে বিএনপির একাংশের ইফতার মাহফিল জনসম্মুখে করতে দিচ্ছে না পুলিশ। ইফতার মাহফিল বিএনপিকে ঘরোয়া পরিবেশে করার নির্দশেনা দেয়া হয়েছে।


পুলিশ জানায়, জেলা প্রশাসনের অনুমতি না থাকায় বিএনপির ইফতার মাহফিল ঘরোয়া পরিবেশে করতে বলা হয়েছে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে মঞ্চ করে আলোচনা সভা ও ইফতার মাহফিল করা যবে না বলে পুলিশের উর্ধ্বতন কর্তকর্তারা জানিয়েছেন।


এ বিষয়ে নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিনের জানান, এখানে বিএনপি'র অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি হতে পরে। তাই ইনডোরে আত্যন্ত ছোট পরিসরে করার জন্য বলা হয়েছে।


মঙ্গলবার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে এর আয়োজন করেছিলেন বিএনপি নেতা মোশারফ হোসেন। তিনি জানান, থানা পুলিশ আমাকে উন্মুক্ত স্থানে ইফতার মাহফিল না করে ইনডোরে করার জন্য বলেছে। বিষয়টি নিয়ে নেতাকর্মীরা হতাশ। এ অবস্থায় ইনডোরেই ইফতার মাহফিল করছি আমরা।


বিবার্তা/মুনিরুজ্জামান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com