শিরোনাম
শিশুর প্রতি যৌন হয়রানি প্রতিরোধে রাজশাহীতে মানববন্ধন
প্রকাশ : ১২ জুন ২০১৮, ১৫:৪০
শিশুর প্রতি যৌন হয়রানি প্রতিরোধে রাজশাহীতে মানববন্ধন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইন্টারনেটের অপব্যবহার এবং ট্যুরিজমের মাধ্যমে শিশুর প্রতি যৌন নির্যাতন প্রতিরোধে রাজশাহীতে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এসব কর্মসূচির আয়োজন করা হয়।


বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) রাজশাহী শাখা আয়োজিত কর্মসূচিতে অংশ নেন চাইল্ডস ডিফেন্ডারস ফোরাম এবং কমিউনটি ওয়াচ গ্রপের সদস্যরা। এ সময় শিশুশ্রম ও শিশুর প্রতি যৌন হয়রানি বন্ধে সরকার ও প্রশাসনের কাছে তাদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন বক্তারা।


মানববন্ধনে বক্তব্য দেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার হাফিজ উদ্দিন (পিন্টু), এসিডির প্রকল্প সমন্বয়কারী মো. মেরাজ উদ্দীন তালুকদার, প্রকল্প সমন্বয়কারী এহসানুল আমিন ইমন প্রমুখ।


বিবার্তা/তারেক/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com