শিরোনাম
মানিক মিয়া স্মরণে তানোরে আলোচনা সভা
প্রকাশ : ০৩ জুন ২০১৮, ১৪:৫১
মানিক মিয়া স্মরণে তানোরে আলোচনা সভা
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর তানোরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ; উদার গণতন্ত্র ও বাংলাদেশে সংবাদপত্রের জগতের প্রবক্তা। তার লেখনীর মাধ্যমে যেমন গণমানুষকে উদ্বুদ্ধ করেছেন, রাজনীতি সচেতন করেছেন তেমনি সাংবাদিক হিসাবে রাজনীতির গতিপথের নির্দেশনা দিয়েছেন। তিনি লেখনীর মাধ্যমে স্বাধীনতার আন্দোলনে জাতিকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শওকাত আলী। তানোর সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন দৈনিক ইত্তেফাক তানোর প্রতিনিধি ও তানোর সাহিত্য পরিষদের সভাপতি অসীম কুমার সরকার।



আরো বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. শামীম আহম্মেদ খাঁন, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত কৃষক ইউসুফ আলী মোল্লা, তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মো. মাহামুদুল হক মাসুদ, বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় সদস্য সহকারী অধ্যাপক ষষ্ঠী চন্দ্র শীল, জাতীয় দেশজ পুরুস্কার প্রাপ্ত লেখক মো. মঈন শেখ, বিলকুমারী সাহিত্য পত্রিকার সম্পাদক কবি রেজাউল ইসলাম, তানোর প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক কালের কণ্ঠের তানোর প্রতিনিধি টিপু সুলতান, দৈনিক ভোরের ডাক পত্রিকার তানোর প্রতিনিধি মিজানুর রহমান, সুজন'র তানোর উপজেলার সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, ছড়াকার আফাজ উদ্দীন কবিরাজ প্রমুখ।


পরে তফাজ্জল হোসেন মানিক মিয়া’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ডা. আব্দুল হান্নান।


বিবার্তা/অসীম/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com