শিরোনাম
‘‌কবিতা মানুষকে একান্ত করতে পারে’
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৭, ১৫:০২
‘‌কবিতা মানুষকে একান্ত করতে পারে’
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, ভেতর থেকে কিছু উচ্চারিত শব্দ দিয়ে তৈরি হয় কবিতা। আর এই কবিতা হয় মানুষকে ভালোবাসার। কবিতারা মানুষকে একান্ত করতে পারে।


শুক্রবার রাজশাহীতে ষষ্ঠ জীবনানন্দ কবিতা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


‘সবার বুকের বেদনা আমার, নিখিল আমার ভাই’ -এই স্লোগান সামনে রেখে দুই দিনব্যাপী এ কবিতা মেলার আয়োজন করেছে কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জ।


রাজশাহী মহানগরীর শাহমখদুম কলেজ মাঠে আয়োজিত এ মেলায় দেশের ও পশ্চিমবঙ্গের দুই শতাধিক কবি উপস্থিত হয়েছেন।


অধ্যাপক হাসান আজিজুল হক বলেন, মানুষকে ভালোবাসার বিকল্প নেই। সকল মানুষের জন্য তৈরি হয় কবিতা। কোনো কবিতা কবিদের জন্য নয়, তৈরি হয় মানুষের জন্য।


এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে ও বেলুন উড়িয়ে কবিতা মেলার উদ্বোধন করেন তিনি। এরপর একটি সুসজ্জিত শোভাযাত্রা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহমখদুম কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।


মেলায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন, ভাষাসৈনিক আবুল হোসেন ও অধ্যাপক সনৎ কুমার সাহা।


এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন, ওপার বাংলার কবি মৃণাল বসু চৌধুরী এবং কবি আসাদ মান্নান।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার। মেলায় সভাপতিত্ব করেন কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক।


বিবার্তা/রিমন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com