শিরোনাম
অধ্যাপক রেজাউল হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৬, ১৭:৫৮
অধ্যাপক রেজাউল হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, মঙ্গলবার দুপুরে মামলার ধার্য দিনে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক জাহিদুল ইসলাম অভিযোগপত্রটি গ্রহণ করেন। এর আগে গত রবিবার দুপুরে আট জেএমবি সদস্যকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। মঙ্গলবার অভিযোগপত্রের গ্রহণের ওপর শুনানির দিন ধার্য ছিল। এ দিনই আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেছেন। ফলে শিগগিরই বহুল আলোচিত এই মামলার বিচার কার্য শুরু হতে যাচ্ছে।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় অভিযুক্তদের মধ্যে জেএমবি সদস্য খাইরুল ইসলাম বাধন, নজরুল ওরফে বাইক হাসান ও ওসমান আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয়েছে। চারজন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তবে হত্যার মূল পরিকল্পনাকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগেরই ছাত্র শরিফুল ইসলাম এখনও পলাতক।


গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় নিজ বাসার অদূরে অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল জেএমবি। আর অভিযোগপত্রে অভিযুক্তরাও সবাই জেএমবি সদস্য।


বিবার্তা/রিমন/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com