শিরোনাম
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে রাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৪
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে রাবিতে মানববন্ধন
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মিয়ানমারে রোহিঙ্গা নাগরিকদের ওপর দেশটির সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধু সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


রাবি প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভার সভাপতি জাহিদুল ইসলাম তুষার, সহ-সভাপতি রাবেয়া খাতুন লাকী, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন, বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর, বন্ধুসভার বন্ধু হাবিব, মামুন, রশিদ, বুলবুল প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, মিয়ানমার সামরিক শোষিত সরকার তাই তারা যুদ্ধে বিশ্বাসী। আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং তাই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেই। বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট হওয়া সত্বেও নির্যাতিত ৮ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। অপরদিকে বৃহৎ রাষ্ট্র ভারত মাত্র ৪০ হাজার রোহিঙ্গার আশ্রয় দিলেও তা ফেরত পাঠাতে হাইকোর্টে রায় দিয়েছে। এতে প্রমাণিত হয়েছে মিয়ানমারের নির্যাতন, হত্যাকে তারা সমর্থন দিয়েছে।


অং সান সুচীর এরূপ আচরণকে তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, পূর্ববর্তী ভূমিকায় আপনি নোবেল পেয়েছেন। বর্তমান কর্মকাণ্ড আপনার পূর্ববর্তী প্রশংসাকে কলঙ্কিত করেছে।


বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনের মাধ্যমে মিয়ানমার রোহিঙ্গা নির্যাতনের স্থায়ী সমাধানের আহ্বান জানান তারা।


বিবার্তা/নাঈম/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com