শিরোনাম
রাবি প্রেসক্লাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশ : ২০ জুলাই ২০১৭, ২১:৪০
রাবি প্রেসক্লাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।


দিনব্যাপী এ আয়োজনে সকাল সাড়ে ৯টার দিকে প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠানের উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ডীনস কমপ্লেক্স কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান। প্রধান আলোচক ছিলেন ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি’র বাংলাদেশ ব্যুরো চীফ শফিকুল আলম।


বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সামাজিক বিজ্ঞান বিভাগের প্রফেসর আব্দুর রহমান সিদ্দিকী, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার ও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাকিল মেরাজ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রেজাউল করিম রাজু।


রাবি প্রেসক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভপাতি মনিরুল ইসলাম নাঈম।


এ সময় প্রেসক্লাবের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন ভিসি প্রফেসর ড. এম আব্দুস সোবহান।


প্রধান অতিথির বক্তব্যে ভিসি এম আব্দুস সোবহান বলেন, সাংবাদিকতায় কোনো পক্ষপাতিত্ব নয় বরং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতে হবে।


এদিকে বিকাল ৩টায় প্রেসক্লাবের সাবেক সদস্যদের নিয়ে স্মৃতিচারণ এবং সন্ধ্যায় এ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনও করা হয়।


বিবার্তা/নাঈম/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com