বগুড়ায় বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে বাবর আলী (৫০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে শহরের ফুলবাড়ি বারুনীমেলা এলাকায় করতোয়া নদীর ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
বাবর আলী পেশায় মুদি দোকানি। তিনি বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে।
নারুলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
বেলাল নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, সকালে আমি হাঁটার জন্য বের হয়েছিলাম। ব্রিজের ওপর গেলে একটা গলাকাটা মরদেহ দেখতে পাই। সবাইকে জানিয়ে সেখান থেকে চলে আসি। পরে জানতে পারি, পুলিশ মরদেহ নিয়ে গেছে।
নিহতের মেয়ে বিনা খাতুন বলেন, আমার বাবার ধাওয়া পাড়া এলাকায় মুদি দোকান রয়েছে। রাতে দোকান থেকে বাড়িতে ফেয়ার পথে বাড়ির সামনে থেকে ১০/১৫ জন দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। তাদের বেশিরভাগেরই মুখ ঢাকা ছিল। পরে জানতে পারি, আমার বাবাকে গলাকেটে হত্যা করে মরদেহ ব্রিজের ওপর ফেলে তারা পালিয়ে গেছে।
এসআই সাজ্জাদ হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে থেকে বাবর নামে ওই ব্যক্তিকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গলা কেটে হত্যা করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]