
দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নে বেলান নদী সাঁতরে পারাপারের সময় পানিতে ডুবে ২ দিনমজুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
১৩ জুলাই, শনিবার দুপুরে উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামে বেলান নদীতে নির্মাণাধীন রাবার ড্যামের পাশ দিয়ে পারাপারের সময় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ২ জন হলেন ভাবকী ইউনিয়নের দক্ষিণ আগ্রা গ্রামের তরুণী রায়ের ছেলে বঙ্ক রায় (৩৫) ও একই এলাকার জীতেন্দ্র নাথ রায়ের ছেলে জয়ন্ত রায় (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় দিনেই বেলান নদীর এই স্থান দিয়ে সাঁতরে নদী পারাপার হয়ে দিনমজুরের কাজ করে অনেকে। এদিন দুপুরে মজুরির ভিত্তিতে আমন রোপণের জন্য নিখোঁজ ২ ব্যক্তি নদী পার হতে গিয়ে গভীর পানিতে ডুবে যায়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও রাবার ড্যামের বেলুন ফুলানোর কারণে এই স্থানে পানি বৃদ্ধি পায়। পানির এই গভীরতা না বুঝেই তারা দুজন নদী পার হতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু সায়েম বলেন, এখন পর্যন্ত নিখোঁজ দুজনকে উদ্ধার করা যায়নি। নদীতে পানির স্রোত বেশি হওয়ায় উদ্ধারকাজের জন্য ডুবুরি টিমের সহযোগিতা নেওয়া হচ্ছে।
বিবার্তা/জামান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]