শিরোনাম
‘মাথায় গুরুতর আঘাতেই রাবি শিক্ষার্থীর মৃত্যু’
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৭:১৩
‘মাথায় গুরুতর আঘাতেই রাবি শিক্ষার্থীর মৃত্যু’
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

মাথায় গুরুতর আঘাতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর (২২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লিপুর ময়নাতদন্ত সম্পন্ন হয়।


লিপুর ময়নাতদন্তকারী চিকিৎসক এনামুল হক জানান, নিহত লিপুর মাথার ডানপাশে গুরুতর আঘাত ছিল। ভাঙা পাওয়া গেছে তার পাঁজরের দুটি হাড়। এছাড়া ডান হাত ও দুই পায়েও আঘাতের চিহ্ন ছিল। মূলত মাথায় গুরুতর আঘাত পেয়েই লিপুর মৃত্যু হয়েছে।


এদিকে, ময়নাতদন্ত শেষে বিকেল সাড়ে ৩টার দিকে লিপুর লাশ তার চাচা বশির মোল্লার কাছে হস্তান্তর করা হয়।


লিপুর চাচা বশির মোল্লা বলেন, গত মঙ্গলবার লিপু গ্রামের বাড়ি থেকে এসেছেন। তিনি তাকে বাইসাইকেলে করে গ্রামের মোড়ে রেখে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে রাবির বিভাগ থেকে তাদেরকে লিপুর মৃত্যুর খবর জানানো হয়।


রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন লিপু। থাকতেন রাবির আবদুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে। বৃহস্পতিবার সকালে আব্দুল লতিফ হলের ক্যান্টিনের পাশের নর্দমা থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে বাদ আসর রাবির কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে লিপুর লাশের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।


লিপুর গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার মুকিমপুর গ্রামে। তার বাবা বদর মোল্লা একজন ট্রাক চালক। বদরের তিন ছেলে-মেয়ের মধ্যে লিপু ছিলেন সবার বড়। লিপুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মনে করছে পুলিশ ও তার সহপাঠীরা। যদিও ময়নাতদন্তকারী চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেননি।


নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানিয়েছেন, লিপু যে কক্ষে থাকতেন সে কক্ষসহ আশপাশের কক্ষগুলোতে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু লিপু মোবাইল ফোনটি পাওয়া যায়নি। লিপুর রুমমেটকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়েছে।


তিনি আরও জানান, তার মৃত্যুর ঘটনাটি অত্যন্ত গুরুত্বে সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এ ব্যাপারে বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/রিমন/নাজিম


>রাবি শিক্ষার্থীর মৃত্যু নিয়ে রহস্য


>রাবি হলের নর্দমা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com