শিরোনাম
রাবিতে শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত
প্রকাশ : ২৮ মার্চ ২০১৭, ১৮:৫০
রাবিতে শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বরেন্দ্র আর্ট সোসাইটির উদ্যোগে শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার চত্ত্বরে এই শিল্পকর্ম প্রদর্শিত হয়।


মুস্তাহিদা রেহমান কিরণের পরিচালনায় ও চিত্রশিল্পী আশফাকুল আশেকিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাবেক বাংলা বিভাগের অধ্যাপক জুলফিকার মতিন।


এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের প্রফেসর ঋতেন্দ্র কুমার শর্মা, ড. সিদ্ধার্থ সঙ্কর তালুকদার, রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম প্রমুখ।


এসময় বক্তারা বলেন, শিল্পকর্ম প্রদর্শনীর বিষয়বস্তু মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধ, নৈসর্গিক সৌন্দর্য্য ও সামাজিক প্রেক্ষাপটের প্রতিনিধিত্ব করে । প্রকৃত মানুষ হওয়ার জন্য চাই শিল্পের কদর। মানুষ মনোভাব ব্যক্ত করার জন্য ভাষা ব্যবহারের আগেই ছবি আঁকতে শিখেছিল। তাই আজকের শিল্পীকে তার তুলির মাধ্যমে সমাজকে বদলে দিতে হবে।


প্রদর্শনীতে প্রায় ৭০টি শিল্পকর্ম ২৮ মার্চ থেকে আগামী ৩০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শিত হবে।


বিবার্তা/নাঈম/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com