শিরোনাম
রাবিতে পুলিশি প্রহরায় পরীক্ষা গ্রহণ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১৬:০৭
রাবিতে পুলিশি প্রহরায় পরীক্ষা গ্রহণ
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা মঙ্গলবার পুলিশি প্রহরায় অনুষ্ঠিত হয়েছে। ছাত্রত্ব হারানো ছাত্রলীগের এক নেতাকে পরীক্ষা দিতে না দেয়ায় ওই ছাত্রলীগ নেতা গতকাল পরীক্ষা বন্ধের হুমকি দেয়।


ওই ছাত্রলীগ নেতার নাম শরিফুল ইসলাম সাদ্দাম। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শেরে-ই-বাংলা ফজলুল হক হলের আবাসিক ছাত্র।


মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপর দেড়টা পর্যন্ত এ পরীক্ষা চলাকালে বিভাগের পাশে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে।


এ বিষয়ে বিভাগের সভাপতি ড. পার্থ বিপ্লব রায় বলেন, ‘ড্রপ আউট হওয়া আমাদের এক শিক্ষার্থী সোমবার বিভাগে অনেক লোকজন নিয়ে এসে পরীক্ষা দিতে চায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তার ছাত্রত্ব না থাকায় তিনি পরীক্ষা দেয়ার যোগ্যতা হারিয়েছেন। ওই শিক্ষার্থী যেন বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছিল। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তার ব্যবস্থা করেছে।’


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মুজিবুল হক বলেন, ‘গতকাল রাতে ওই বিভাগের পক্ষ থেকে আমাকে ফোন করে বলা হয়েছিল, বিভাগের আজকের পরীক্ষা যেন সুষ্ঠুভাবে হয় সেটা একটু দেখেন। তাই সেখানে নিরাপত্তার ব্যবস্থা করেছি।’


বিভাগের ফটকের সামনে অবস্থানরত কাটাখালি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদুর রহমান জানান, ‘ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের পরীক্ষায় কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেটা দেখতেই আমরা এখানে অবস্থান করছি।’


এ বিষয়ে ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘ছাত্রলীগ নেতা সাদ্দাম তার বিভাগে কি করেছে তা আমি জানি না। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তার ওই ধরণের কর্মকাণ্ড সমর্থন করেনি। তাই আমরা তার বিভাগে আর কোনো যোগাযোগ করিনি।


তবে এ বিষয়ে ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম সাদ্দামের মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।


বিবার্তা/নাঈম/রয়েল


পরীক্ষা বন্ধের হুমকি রাবি ছাত্রলীগ নেতার

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com