শিরোনাম
লিপু হত্যাকারীদের বিচারের দাবিতে রাবিতে বিক্ষোভ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৭, ১৮:৫৯
লিপু হত্যাকারীদের বিচারের দাবিতে রাবিতে বিক্ষোভ
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যাকারীদের বিচারের দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করা হয়েছে।


শনিবার দুপুরে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।


বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলী হুসাইন মিঠুর সঞ্চালণায় সমাবেশে মাস্টার্সের শিক্ষার্থী রফিকুল ইসলাম, আতিক, সাদ্দাম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাশেদ, রিন্টু ও গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।


সমাবেশে বক্তারা বলেন, তিন মাস পেরিয়ে গেলেও লিপু হত্যার কোনো অগ্রগতি দেখছি না। পুলিশ বারবার আমাদের সঙ্গে প্রহসন করছে। দেশের অন্য হত্যাকান্ডের মতো লিপু হত্যা ও নাটকীয়তার রূপ নিচ্ছে। আমরা পুলিশের বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু পরিস্থিতি এমন যে আমাদের বলতে বাধ্য করছে।


এসময় বক্তারা হুঁশিয়ানি উচ্চারণ করে বলেন, দাবি আদায়ে প্রয়োজনে কঠোর কর্মসূচির দেয়া হবে। বলেও জানান তিনি।


উল্লেখ্য, ২০১৬ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। ওইদিন বিকেলে লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।


বিবার্তা/নাঈম/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com