শিরোনাম
কর্মচারীরা আন্দোলনে, ত্রিশাল পৌরসভার কার্যক্রম বন্ধ
প্রকাশ : ১৩ মার্চ ২০১৮, ১৮:০৪
কর্মচারীরা আন্দোলনে, ত্রিশাল পৌরসভার কার্যক্রম বন্ধ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারী আন্দোলনে ঢাকা থাকায় চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। গত পাঁচ দিন ধরে পৌর শহরে জমেছে ময়লার স্তুপ, সড়কে জ্বলছে না বাতি। এমনকি বন্ধ রয়েছে পানি সরবরাহ।


এছাড়া, পৌরসভার সব নাগরিক কার্যক্রম বন্ধ থাকায় জন্ম নিবন্ধন সনদ, ওয়ারিস সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা না পেয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা।



শহরের বিভিন্ন মোড়ে ও মার্কেটগুলোর সামনে ময়লা-আবর্জনার স্তুপ হয়ে গেছে। ছড়াচ্ছে দুর্গন্ধ।


রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশন প্রদানসহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের ডাকে গত পাঁচ দিন ধরে রাজধানীতে আছেন ত্রিশাল পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।


বিবার্তা/নোমান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com