শিরোনাম
বাকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৬, ২১:৫৭
বাকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) ফলাফল প্রকাশ করা হয়।


ছয়টি অনুষদে একহাজার দুইশ আসনের বিপরীতে একহাজার দুইশ জন মেধাতালিকায় ও একহাজার একশ ৯৫ জন অপেক্ষামান শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। মেধা তালিকাভুক্ত শিক্ষার্থীদের ২৮ নভেম্বর সকাল ১০ টা হতে বিকাল ৫টা পর্যন্ত ভর্তি করা হবে।


লিখিত পরীক্ষায় (১০০ নম্বরের) সর্বোচ্চ ৯০.৭৫ নম্বর ও সর্বনিম্ন ৫৫.৫ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা মেধাতালিকায় স্থান পেয়েছে। মেধাতালিকার মধ্যে ৬২.৫ শতাংশ ছেলে ও ৩৭.৫ শতাংশ মেয়ে শিক্ষার্থী।


মেধা ও অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীরা ০২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে অনুষদ ভিত্তিক অপশন দিতে পারবে। মেধা তালিকাভুক্ত প্রার্থীদের অনুষদ ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে ২০ নভেম্বর।


উল্লেখ্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছিল প্রায় ৩৩ হাজার চারশত ৯ জন শিক্ষার্থী। এবার ১২০০ আসনের বিপরীতে ১২ হাজার ২৩ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় বাদে ৯.৬৭ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।


বিবার্তা/শাহীন/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com