শিরোনাম
শেরপুরে ‘ঝিনই’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন
প্রকাশ : ১৯ মে ২০১৭, ১৯:৩২
শেরপুরে ‘ঝিনই’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতীর কবিদের কবিতা সংকলন ‘ঝিনই’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে ৫টায় স্থানীয় উত্তরণ পাবলিক স্কুলে উপজলো নির্বাহী অফিসার এজেডএম শরীফ হোসেন এ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন করেন।


অনুষ্ঠানে সাপ্তাহিক র্শীষ খবরের ভারপ্রাপ্ত সম্পাদক কবি মুহাম্মদ মনিরুজ্জামান শাশ্বত মনিরের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক শেরপুরের সম্পাদক কাকন রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ি নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগীয় প্রধান কবি ও গবেষক মোস্তফা জিন্নাহ।


কবি হারুন অর রশিদের সঞ্চালনায় কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচনে আরও বক্তব্য রাখেন প্রভাষক আইয়ুব আলী বিদ্যুৎ, জাহিদ হাসান, আসমত আলী, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ।


অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বইটির লেখক কবি হাজেরা ইয়াসমিন, নূর এ আলম সিদ্দিকী, রোকন রাইয়ান, তপন অধিকারী, সারোয়ার সোলাইমান লিটন, মোরাদ খান, আল হারুন, শাহিন শিমুল, শাকিলা শারমিন, মাহবুবুর রহমান।


বিবার্তা/সানী/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com