গৌরীপুরে সড়কে ট্র্যাফিক নিয়ন্ত্ৰণ করছে শিক্ষার্থীরা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ১৯:৩৩
গৌরীপুরে সড়কে ট্র্যাফিক নিয়ন্ত্ৰণ করছে শিক্ষার্থীরা
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।


১২ আগস্ট, সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে। এই সকল শিক্ষার্থীদের কেউ কেউ পানি, বিস্কুট ও খাবার প্রদান করে সহযোগিতা করছেন।


সরেজমিনে গিয়ে দেখা যায়, গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার, মধ্যবাজার, পাটবাজার মোড়, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মোড়, ঝলমল সিনেমা হল মোড়সহ সড়কের বিভিন্ন স্থানে বৃষ্টিতে ভিজে অবস্থান নিয়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা।


এসএসসি বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, বিএনসিসি, রোভার স্কাউট, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ। তাদের কারো হাতে লাঠি, মুখে বাঁশি। ট্র্যাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। পানির বোতল, বিস্কুট খাবার দিয়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণকারীদেরকে সহযোগিতা করছেন বিভিন্ন ব্যক্তি।


মাইটি-১৭'র শিক্ষার্থী ইমন ইসলাম আকাশ বলেন, 'বাজারে ব্যবসায়ীদের সহযোগিতা করতেই আজকে দুপুর থেকেই রাত দশটা পর্যন্ত আমরা গৌরীপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও স্থানগুলোতে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করছি, যাতে যানজট না হয়।


২০১৭ ব্যাচের শিক্ষার্থী সাখাওয়াত ইবনে আলী সায়েম বলেন, আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে সকল শিক্ষার্থী ভাইয়েরা রাজপথে শহিদ হয়েছেন সেই সুন্দর দেশ নির্মাণের জন্য আমরা কাজ করছি। আমাদের বাজারটি একটি মূল সড়কের উপর অবস্থিত। হাটের দিন বাজারে অনেক যানজট লেগে থাকে। সেই যানজট নিরসনে ও ব্যবসায়ীরা যাতে অবাধে ব্যবসাটা করতে পারে সেজন্যই আমরা ট্র্যাফিক নিয়ন্ত্রণে কাজ করছি।


ব্যবসায়ী দুলাল দেবনাথ বলেন, ছাত্রদের এই কাজটি খুবই ভালো লেগেছে। এই মোড়টিতে আগে সব সময় যানজট লেগে থাকতো। কিন্তু ছাত্ররা ট্রাফিকের কাজটি করাতে যানজট নেই। আমরা অত্যন্ত খুশি।


উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ বলেন, বাজারে ট্র্যাফিক নিয়ন্ত্রণের উদ্যোগটি খুবই মহৎ। এতে করে ব্যবসায়ীরা তাদের ব্যবসা ও পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছে। ছাত্রদের এই কার্যক্রমে ছাতা ও বাঁশি দিয়ে সহযোগিতা করেছি।


বিবার্তা/হুমায়ুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com