
ময়মনসিংহের গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় চলন্ত অবস্থায় খুলে যাওয়া ৩টি কোচ রেখেই চলে গেছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুর এক্সপ্রেস।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। এতে করে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি পথিমধ্যে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, দ্রুত ট্রেনটির সঙ্গে বগি তিনটি জোড়া লাগানোর পর ট্রেনটি রওনা হয়।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]