শিরোনাম
গৌরীপুরে সড়ক সংস্কারের নামে ‘তামাসা’ এলজিইডির
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২০, ১৭:০৫
গৌরীপুরে সড়ক সংস্কারের নামে ‘তামাসা’ এলজিইডির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে গৌরীপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম ১ অক্টোবর থেকে শুরু করেছে উপজেলা এলজিইডি অফিস।


‘মুজিববর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’এ শ্লোগানকে সামনে রেখে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করতে এলজিইডির অধীনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলাসড়ক রক্ষণাবেক্ষণের কার্যক্রম শুরু হয়েছে। সংস্কারের সাথে সাথেই উঠে যাচ্ছে সড়কের পাথর। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গৌরীপুর উপজেলায় পৌর শহরের বালুয়াপাড়ায় সড়ক রক্ষণাবেক্ষণের কার্যক্রম শুরুর মাত্র পাঁচ দিনের মধ্যে সংস্কারকৃত রাস্তা পূনরায় আগের অবস্থা লক্ষ্য করা যাচ্ছে।


স্থানীয়রা জানান, মুজিববর্ষে সড়ক সংস্কারের নামে তামাসা করেছে গৌরীপুর এলজেইডি অফিস, সংস্কারের সাথে সাথেই উঠে গেল রাস্তার পাথর। তারা অভিযোগ করে বলেন, পিচের বদলে পোড়া মবিল দিয়ে রাস্তা সংস্কার করেছে। এ কাজের চেয়ে না করাই ভালো ছিল। এলজিইডি অফিস যদি এভাবে কাজ করে তাহলে ঠিকাদার কি ভাবে কাজ করে আল্লাহ ভালো জানে।


এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ওয়াহেদুল হক জানান, ইমারশন যেটা দেয়া হয়েছিল এইটা ঠিক হয়নি ইমারসন আনার চেষ্টা করছি।


উল্লেখ্য যে বৃহস্পতিবার (১অক্টোবর) সকাল ১০টায় এ উপজেলার বালুয়াপাড়া মোড়ে সড়ক সংস্কারের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ওয়াহেদুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ, সার্ভেয়ার আতিয়ার রহমান, কার্য-সহকারি সামছুল আলম, ওয়াহেদ আলী, সিও মোঃ আকবর আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিবার্তা/হুমায়ুন/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com