শিরোনাম
চুয়াডাঙ্গায় ‘গণপিটুনিতে’ যুবক নিহত
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৯, ১৭:১৩
চুয়াডাঙ্গায় ‘গণপিটুনিতে’ যুবক নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় ‘গণপিটুনিতে’ ওমর ফারুক নামে এক যুবক নিহত হয়েছেন।


শুক্রবার রাতে চুয়াডাঙ্গা জেলা শহরের রেল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফারুক জেলা শহরের থানা কাউন্সিল পাড়ার আবু বকর সিদ্দিকের ছেলে।


এলাকার লোকজনের দাবি, ওমর ফারুক চিহ্নিত চোর। সে কথিত টিনকাটা চক্রের সদস্য। ওমর ফারুকের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। পুলিশ চোর চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে।


জেলার সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক জানান, শুক্রবার রাতে চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘবদ্ধ চোরের দল চুরি করছিল। এসময় বাজারের নৈশপ্রহরীরা চোরের দলকে ধাওয়া দেয়। অন্যরা পালিয়ে গেলেও ওমর ফারুককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।


পুলিশ ঘটনাস্থল থেকে ফারুককে উদ্ধার করে শনিবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।


পুলিশ সূত্রে জানা যায়, এ বিষয়ে তদন্ত চলছে। তবে চুরির সঙ্গে জড়িত জেলার পৌর এলাকার হকপাড়ার মুনছুর আলীর ছেলে হৃদয় সরকার এবং একই পাড়ার আবদুস ছালামের ছেলে সাগর আলীকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/সাগর/ফৌজিয়া/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com