শিরোনাম
কুষ্টিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৯, ১৪:৩০
কুষ্টিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খরিফ-১/২০১৯-২০ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।


দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।


দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার-এর সভাপতিত্বে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান, ফিলিপনগর ইউপি চেয়ারম্যান একেএম ফজলুল হক ফজু কবিরাজ, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান ও ফিলিপনগর ইউপি সদস্য কৃষক লিয়াকত আলী। ২০৭৪ জন কৃষকের মাঝে ৫কেজি আউশ ধান বীজ, ১৫কেজি ড্যাপ ও ১০কেজি এমওপি সার প্রদান করা হয়।


বিবার্তা/শরীফুল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com