শিরোনাম
তালায় জলাতঙ্ক বিষয়ক অবহিতকরণ সভা
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৯, ২০:১৯
তালায় জলাতঙ্ক বিষয়ক অবহিতকরণ সভা
তালা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তালায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় জানানো হয়, আগামী ৭এপ্রিল থেকে ১১এপ্রিল পর্যন্ত প্রতিদিনি সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিকা কার্যক্রম পরিচালিত হবে। ২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূল করার লক্ষে ২০১০ সাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জাতীয় জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কর্মসূচির আওতায় তালায় এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।


তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. রাজিব সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com