শিরোনাম
কুষ্টিয়ায় প্রচারণায় বাঁধা দেয়ার অভিযোগ
প্রকাশ : ১৮ মার্চ ২০১৯, ১৪:৩৫
কুষ্টিয়ায় প্রচারণায় বাঁধা দেয়ার অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নির্বাচন কমিশন ঘোষিত ৩য় ধাপে অনুষ্ঠিতব্য আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় বাঁধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।


সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের থানামোড়স্থ একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে অভিযোগ আনেন মিরপুর উপজেলার স্বতন্ত্র প্রার্থী ফারুকুজ্জামান জন।


আনারস প্রতীকের প্রার্থী ফারুকুজ্জামান জন তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী কামরুল আরেফিনের কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করেন।


অভিযোগে বলা হয়, পোস্টার ছিঁড়ে ফেলানো, প্রচার মাইক ছিনিয়ে নেয়া, অডিও রেকর্ডিং এর মেমোরিকার্ড ছিনিয়ে নেয়া, নির্বাচনী অফিস ভাংচুর, কর্মীদের মারধর, সশস্ত্র মহড়া দিয়ে এক আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।


অভিযোগের সত্যতা নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা এসএম জামাল আহমেদ বলেন, এখানে নির্বাচনী প্রচারণায় বাঁধা সৃষ্টির অভিযোগ আমরা পেয়েছি। সবগুলো ঘটনার শতভাগ সত্যতা না থাকলেও বেশকিছু এলাকায় ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ের রাখার চেষ্টা করা হচ্ছে।


বিবার্তা/শরীফুল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com