শিরোনাম
নড়াইলে পালিত হয়েছে শুভ্রা মুখার্জীর জন্মদিন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪২
নড়াইলে পালিত হয়েছে শুভ্রা মুখার্জীর জন্মদিন
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের বিদায়ী রাষ্ট্রপতি প্রনব মুখার্জীর স্ত্রী নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জীর ৭৮তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার শুভ্রা মুখার্জীর মামাবাড়ি নড়াইলে সদরের তুলারামপুর আশার আলো মহাবিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।


আশার আলো মহাবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পরিতোষ কুমার বাগচীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস। আরও বক্তব্য দেন শুভ্রা মুখার্জীর ভাই কানাই লাল ঘোষ ও মামাতো ভাই কার্তিক ঘোষ, আশার আলো মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রওশন আলম খান প্রমুখ।


প্রসঙ্গত, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি ১৯৪০ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম অমরেন্দ্রনাথ ঘোষ, মা মীরা রানী ঘোষ।


শৈশবকালে তুলারামপুর গ্রামে মামাবাড়ি থেকে চাচড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃত্বীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। এরপর তিনি ভারতে গিয়ে লেখাপড়া শুরু করেন। ৯ ভাই-বোনের মধ্যে শুভ্রা ছিলেন দ্বিতীয়। দেশ স্বাধীনের পর নাড়ির টানে ১৯৯৫ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে শুভ্রা বেড়াতে এসেছিলেন নড়াইলে।


২০১৩ সালের ৫ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখার্জী তিনদিনের সফরে বাংলাদেশে এসে স্ত্রী শুভ্রা মুখার্জীকে নিয়ে শশুরবাড়ি নড়াইলের ভদ্রবিলা গ্রামে বেড়াতে যান। ২০১৫ সালের ১৮ আগষ্ট ৭৫ বছর বয়সে ভারতের আর্মি হসপিটাল (রিসার্চ অ্যান্ড রেফারেল) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুভ্রা মুখার্জী।


বিবার্তা/শরিফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com