শিরোনাম
আশরাফ উদ্দিনের বই 'অগ্রপথিক' এর মোড়ক উন্মোচন
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৮, ১৬:৪৩
আশরাফ উদ্দিনের বই 'অগ্রপথিক' এর মোড়ক উন্মোচন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুরে কবি ও গবেষক মো. আশরাফ উদ্দিনের জীবনীভি‌ত্তিক গ‌বেষণা বই 'অগ্রপথিক' এর প্রকাশনা উৎসব ও গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


গত বৃহস্পতিবার কোটচাঁদপুর পৌর পাঠাগারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. বদিউজ্জামান খান। তিনি বলেন, অগ্রপথিক বইটি বর্তমান প্রজন্মের কাছে কবি শামসুদ্দিন আহমদকে নতুনভাবে উপস্থিত করবে। আশা ক‌রি এ বই‌টি তরুণ প্রজনন্মের কা‌ছে ক‌বি শামসু‌দ্দিন‌ কে আ‌রও প‌রি‌চিত ও গুরুত্ববহ ক‌রে তুল‌বে।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি বিমল ভৌমিক ও সঞ্চালনা করেন কবি ও গবেষক মো. আশরাফ উদ্দিন।


অনুষ্ঠানে বিভিন্নক্ষেত্রে অবদানের জন্য ৬ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। কবি ও 'কিংশুক' সম্পাদক জিয়ারুল হোসেনকে সাহিত্যে, গীতিকার ও সংগীতশিল্পী শামসুজ্জামান তপনকে সংগীতে, কবি ও কথাসাহিত্যিক চঞ্চল শাহরিয়ারকে সাহিত্যে, আবৃত্তিকার ও সমাজসেবক ফরহাদ খানকে সমাজসেবায়, কবি শাজান শীলনকে সাহিত্যে ও শিশু সাহিত্যিক কামাল হোসাইনকে সাহিত্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


কোটচাঁদপুর সাহিত্য পরিষদের প্রকাশনা অগ্রপথিক বইটি ৪০ দশকের অন্যতম কবি শামসুদ্দিন আহমদের জীবনী মূলক বই।


উল্লেখ্য, অগ্রপ‌থিক বইটিতে কবি শামসুদ্দিন আহমদের কর্ম ও সাহিত্য জীবন তুলে ধরা হয়েছে। বইটি তার প্রকা‌শিত প্রথম বই।


বিবার্তা/আদনান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com