শিরোনাম
'বাল্যবিবাহ দূর করতে সরকার বদ্ধপরিকর'
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৮, ২১:১৬
'বাল্যবিবাহ দূর করতে সরকার বদ্ধপরিকর'
কেশবপুর (যশার) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যাৎ। দেশকে সঠিক পথে পরিচালিত করতে তাদের যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। তারা যাতে তাদের মেধার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে সরকার সে জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বাল্য বিবাহ মেয়ে শিশুদের সম্ভাবনা নষ্ট করে দেয়। দেশ থেকে বাল্য বিবাহ মুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে চলেছে।


রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মাধ্যমিক পর্যায়ে ৪টি বিদ্যালয়ে ৬৮ জন ছাত্রীর মাঝে ৪ লাখ টাকা মূল্যে বাইসাইকেল বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, পাথরা মৎস্যজীবী সমবায় সমিতির নৃ-গোষ্ঠীর মাঝে ৪ লাখ টাকা মূল্যের ১০টি ভ্যান গাড়ি, ৮২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি, ১ লাখ টাকা মূল্যের স্কুল ব্যাগ ডিকশনারী, ৫০ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটব, ৪৩টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৭ লাখ ১০ হাজার টাকা, অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন ও কিাশেরীদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উপকরণ এবং সমবায় অধিদপ্তরের আওতায় লোনের চেক বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।


সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কবীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌর কাউন্সিলর মেহেরুন নেছা মেরী, মনিরা খানম, উপজেলা পরিষদ সদস্য রেহেনা খাতুন প্রমুখ।


বিবার্তা/সাঈদ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com