শিরোনাম
বাগেরহাটে মৎস্য খামারীকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৮, ১৮:৩৮
বাগেরহাটে মৎস্য খামারীকে কুপিয়ে হত্যা
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাট ও পিরোজপুর জেলার সীমান্তবর্ত্তী মহিষপুরা পুলিশ ফাঁড়ির কাছে পুরাতন ফেরিঘাট এলাকায় জাহাঙ্গীর খাঁ (৪৮) নামে এক মৎস্য খামারীকে কুপিয়ে হত্যা করেছে দূবৃত্তরা। জাহাঙ্গীর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের কালু খাঁর ছেলে।


পরিবারের সদস্যরা জানান, শুক্রবার মধ্যরাতে প্রতিদিনের মতো বসতবাড়ি সংলগ্ন মৎস্য খামার পাহারা দিতে যান জাহাঙ্গীর। রাত ১২টার দিকে রাস্তার ওপর আকস্মিকভাবে জাহাঙ্গীরকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। জাহাঙ্গীরের চিৎকার শুনে লোকজন তাকে উদ্ধার করে। পার্শ্ববর্তী পিরোজপুর জেলা সদর হাসপাতালে তাকে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


মৎস্য খামার নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।


মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, বাগেরহাট ও পিরোজপুর জেলার সীমান্তের বলেশ্বর নদীর চর দখল নিয়ে আগেও একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তারই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পিরোজপুর হাসপাতালে ময়না তদন্তের পর শনিবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/কায়েস/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com