শিরোনাম
মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৮, ১৭:৫১
মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘অপতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা’ এই স্লোগানে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা।


শুক্রবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ্-ই-আলম বাচ্চু।


পরে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য উপাস্থাপন করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায়।


আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, সহকারি কমিশনার (ভূমি) মো. আলমগীর হোসাইন প্রমুখ।


মেলা চলবে আগামী ৫ আগষ্ট পর্যন্ত। এবারের মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের ১২টি স্টল স্থান পেয়েছে।


বিবার্তা/রাজু/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com