শিরোনাম
হরিণাকুন্ডুতে শোভা পাচ্ছে ভাস্কর্য 'একতারা'
প্রকাশ : ২৯ জুলাই ২০১৮, ২০:৩৩
হরিণাকুন্ডুতে শোভা পাচ্ছে ভাস্কর্য 'একতারা'
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাউল সম্রাট লালন শাহের জন্মস্থান ঝিনাইদহের হরিণাকুন্ডু শহরে স্থাপিত হয়েছে বাদ্যযন্ত্র ভিত্তিক ভাস্কর্য 'একতারা'। উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত ভাস্কর্যটি এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।


দৃষ্টিনন্দন একতারা ভাস্কর্যটি মনে করা হচ্ছে বিশ্বের সুউচ্চ বাদ্যযন্ত্র ভিত্তিক ভাস্কর্য। যার উচ্চতা মাটি থেকে ২৬ ফুট আর বেদি থেকে ২২ ফুট।


হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম. এ মজিদ বলেন, ঝিনাইদহ সাংস্কৃতিসেবীদের দীর্ঘদিনের দাবি ছিল লালনের নিজ শহরে একটি একতারা ভাস্কর্য নির্মাণের। সাংস্কৃতিক কর্মীদের দাবি পুরণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।


তিনি জানান, এই একতারা ভাস্কর্যটি নির্মাণ করতে তার পরিষদ থেকে দুই লাখ টাকা ব্যয় করা হয়েছে। রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের চারুকলা বিভাগের শেষ বর্ষের ছাত্র শাওন সরদার ও অন্ত ১৫ দিন সময় নিয়ে একতারা ভাস্কর্যটি নির্মাণ করেন।


হরিণাকুন্ডু শহরে লালনের একতারা প্রতিষ্ঠা আন্দোলনের পুরোধা ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের আঞ্চলিক সমন্বয়কারী একরামুল হক লিকু বলেন, লালনের জন্মভুমি হরিশপুর ও শহর হরিণাকুন্ডুতে একতারা ভাস্কর্য নির্মাণের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। একতারা ভাস্কর্যটি নির্মাণের ফলে ভবিষ্যত প্রজন্মের জন্য বাঙ্গালি সাংস্কৃতির ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করবে।


বিবার্তা/কোরবান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com