শিরোনাম
ঝিনাইদহে শুক্রবার থেকে ২ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব
প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ১৮:৪১
ঝিনাইদহে শুক্রবার থেকে ২ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঝিনাইদহে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সংস্কৃতিক উৎসব। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।


সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ঝিনাইদহে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২০ জুলাই বিকালে এ উৎসবের উদ্বোধন করবেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু উপস্থিত থাকবেন।


পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে উদ্বোধন শেষে জেলার গুণী শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী দিন ২১ জুলাই বিকালে পরিবেশিত হবে পল্লীগীতি, লালনগীতি, লোকগীতি, জারিসারি ও মুর্শিদী গান। শেষে শিল্পীদের মাঝে প্রশংসাপত্র বিতরণ করা হবে।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দ্দার, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা।


বিবার্তা/কোরবান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com