শিরোনাম
এনইউবিটি খুলনাতে দুই দিনব্যাপী আর্ক ফিয়েস্তা অনুষ্ঠিত
প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ১৭:৩১
এনইউবিটি খুলনাতে দুই দিনব্যাপী আর্ক ফিয়েস্তা অনুষ্ঠিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ অ্যান্ড টেকনোলজি খুলনার স্থাপত্য বিভাগের একবছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন কনসেপ্ট ও প্রজেক্টের অনুষ্ঠানের প্রদর্শনীর আয়োজন করা হয়।


গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই আর্ক ফিয়েস্তার উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডীন প্রফেসর ড. মো. রেজাউল হক। এ সময় তিনি বলেন, স্থাপত্য যে খুলনাতে এগিয়ে যাচ্ছে তার প্রমান এনইউবিটি খুলনার আর্ক ফিয়েস্তার প্রদর্শনী দেখে বোঝা যায়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লি'র বিভাগীয় প্রধান প্রফেরস ড. খন্দকার মাহফুজ উদ দারাইন। আরও উপস্থিত ছিলেন এনইউবিটিকের স্থাপত্য বিভাগরে উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যপক ড. শেখ সিরাজুল হাকিম, বিভাগীয় প্রধান সরদার শাকিল আহমেদ, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. ইব্রহিম, প্রক্টর ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিয়ারিং বিভাগের প্রধান মো. রবিউল ইসলাম, বিভাগীয় প্রধান ব্যবসা প্রশাসন বিভাগ ও রেজিস্ট্রার (ইনচার্জ) এ.এইচ.এম. মনজুর মোর্শেদ প্রমুখ।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com