শিরোনাম
নড়াইলে কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ : ২৫ জুন ২০১৮, ১৮:১৪
নড়াইলে কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

“মেধা ও মননে সুন্দর আগামী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে কিশোর কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে এর আয়োজন করা হয়।


জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আব্দুল মালেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। আরো বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস, জেলা শিক্ষা রির্সোস অফিসার বিকাশ কুসুম চক্রবর্তী, সহকারি পরিদর্শক সমির কান্তি রায়, পিকেএস প্রতিনিধি মো. মকবুর আহম্মেদ, বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) প্রতিনিধি মো. আব্দুল আজিজ প্রমুখ।


বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) বাস্তবায়নে এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের আয়োজনে জেলার তিন উপজেলার সাংস্কৃতি ও ক্রিড়া কর্মসুচিতে বিজয়ী মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।


বিবার্তা/শরিফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com