শিরোনাম
কুষ্টিয়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
প্রকাশ : ০৬ জুন ২০১৮, ১৫:৩৮
কুষ্টিয়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে।


আজ বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার আল্লারদর্গা বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন-২০০৯ ধারা বলে অর্থদণ্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যজিস্ট্রেট শারমিন আক্তার।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আল্লারদর্গা বাজারের বাবুপাল, আব্দুল কুদ্দুস, শ্রী ভীম, রাদেশ আহমেদ ও নজরুল ইসলামের মিষ্টান্ন ভান্ডার, দধি ভান্ডার, মুদি দোকান ও পোশাকের দোকানকে এই জরিমানা করা হয়।


দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল খাদ্য বিক্রয় ও ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় তাদের ৭ হাজার টাকা অর্থদণ্ড করেন।


বিবার্তা/শরীফুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com