শিরোনাম
নড়াইলে স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা
প্রকাশ : ৩০ মে ২০১৮, ১৪:৪৩
নড়াইলে স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে মতবিনিময় সভা
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইল জেলার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল আরিফ। এসময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডাঃ আসাদুজ্জামান মুন্সী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার, আরএমও মশিউর রহমান বাবু, নড়াইল কণ্ঠেরে সম্পাদক কাজী হাফিজুর রহমান, জেলা স্বাস্থ্য সেবা সুরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক আঞ্জুমান আরা বেগম, যুগ্ম-আহ্বায়ক হাফিজ খান মিলন, সমন্বয়ক মেশকাতুল লিটু, খন্দকার শাহেদ আলী শান্ত, হুমায়ুন কবীর রিন্টু প্রমূখ।


সদর হাসপাতালসহ জেলার সকল হেলথ কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় ডাক্তার ও জনবল নিয়োগ, প্রয়োজনীয় ঔষধ সরবরাহসহ জেলার গণমানুষের স্বাস্থ্য সেবার জন্য করণীয় বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।


জেলা স্বাস্থ্য সেবা সুরক্ষা সংগ্রাম কমিটির কমিটির সদস্যগন, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com