শিরোনাম
মীর মশাররফ হোসেনের ১৬৯তম জন্মবার্ষিকী আজ
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৬, ১২:৫৫
মীর মশাররফ হোসেনের ১৬৯তম জন্মবার্ষিকী আজ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘বিষাদ সিন্ধ’সহ অসংখ্য কালজয়ী উপন্যাসের রচয়িতা কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৬৯তম জন্মবার্ষিকী আজ। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে বাংলা সাহিত্যের অন্যতম এ প্রাণ পুরুষের জন্ম হয়।


তবে আজ সেখানে তার স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। এবছর মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার লাহিনীপাড়া স্কুল মাঠে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনের মধ্যে রয়েছে, মশাররফ হোসেনের কর্মময় জীবন নিয়ে আলোচনা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


মীর মশাররফ হোসেন তার জীবনের অধিকাংশ সময়ই কাটিয়েছেন কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে। তবে তার বাস্তুভিটায় ঘর-বাড়ির কোন অস্তিত্ব নেই। এখানে আছে প্রথম স্ত্রী আজিজন নেসার কবর। এছাড়া মীর মশাররফ হোসেনের নামে একটি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। তার ব্যবহৃত আসবাবপত্র রয়েছে তার বাস্তুভিটার পাশেই অবস্থিত মীর মশাররফ জাদুঘরে। কালজয়ী এ সাহিত্যিকের জন্মবার্ষিকী ঢিলেঢালাভাবে পালন করায় স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী জাতীয়ভাবে পালন করা হোক।


মীর মশাররফ হোসেনের বংশধর মীর মাহবুব উল আরিফের মতে উনবিংশ শতাব্দীর মুসলিম সাহিত্যিকদের অন্যতম কীর্তিমান পুরুষ মীর মশাররফ হোসেন সাহিত্যের সব ক্ষেত্রেই তার উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন।


বিবার্তা/শরিফুল/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com